নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রবিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা হেলিপ্যাডে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ১ হাজার মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন, ক্যাপ্টেন শাহাদাত হোসেন সৌরভ ক্যাপ্টেন মোহাম্মদ আবদুল মান্নান ক্যাপ্টেন শাহী মাসরুর আমিন সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।