Nabadhara
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মাহবুবুল হকের বিদায় সংবর্ধনা

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুল হক (দুলু) দীর্ঘ ৩১ বছরের সফল কর্মজীবনের পর অবসর গ্রহণ করেছেন। কলেজ কর্তৃপক্ষ শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় মিলনায়তনে এক প্রাণবন্ত ও বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে সশ্রদ্ধ বিদায় জানিয়েছে। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, গভর্নিং বডি ও কর্মচারীদের উপস্থিতিতে একটি আবেগঘন মিলনমেলার সৃষ্টি হয়।

মো. মাহবুবুল হক ১৯৯৪ সালের ২৮ জুন প্রভাষক (দর্শন) পদে যোগদান করেন। ২০১০ সালে উপাধ্যক্ষ ও ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি থেকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সালাহ উদ্দিন এবং সঞ্চালনা করেন শিক্ষক কর্মচারী পরিষদের সম্পাদক এস এম সোহরাব হোসেন। অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষের শিক্ষাজীবন ও সমাজসেবায় অবদানের কথা তুলে ধরা হয়। তিনি একজন আদর্শ শিক্ষক ও প্রশাসক হিসেবে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন বলে বক্তারা উল্লেখ করেন।

বিদায়ী অধ্যক্ষ মাহবুবুল হক সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন ভাষণে বলেন, “কলেজ, ছাত্র-ছাত্রী ও সহকর্মীরা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আজ বিদায় জানাতে গিয়ে মনটা ভারাক্রান্ত, তবে জীবনের নতুন অধ্যায়ে পদার্পণে ভালোবাসা ও শ্রদ্ধায় অনুপ্রাণিত।” তিনি সকলকে ধন্যবাদ জানান এবং কলেজের গৌরবময় ধারা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ, সহকারী অধ্যাপক, প্রভাষক এবং তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষমেষ শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা আবেগাপ্লুত হয়ে তাঁকে বিদায় জানিয়ে সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।