বেনাপোল (যশোর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে শার্শায় জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে শনিবার (১৫ নভেম্বর) প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় শার্শা মিনি স্টেডিয়াম থেকে শুরু হওয়া মিছিলটি শার্শা বাজার, নাভারণ, বেনাপোলসহ উপজেলার ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে। স্থানীয়রা ও পথচারীরা এই ব্যতিক্রমী শোডাউন উপভোগ করতে ভিড় জমান। মিছিলটি শেষ হয় শার্শা বাজারে।
শোডাউন শেষে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ প্রার্থী মাওলানা আজিজুর রহমান বলেন, “আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেব, ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সকল ভালো কাজের সঙ্গে থাকব।”
এ সময় উপস্থিত ছিলেন—যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সাবেক আমির রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম এবং অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.