মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের এক নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ২০২৪ সালে মধুখালীর ছাত্র জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করলে বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী আকস্মিকভাবে ছাত্রদের ওপর হামলা চালায়। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সাদেকুর রহমান সাদেক, আড়পাড়া ইউনিয়নের মো. আকিদুল ইসলাম এবং নওপাড়া ইউনিয়নের আব্দুল কাদের শেখ।
মধুখালী থানার উপ-পরিদর্শক মো. রোস্তম আলী জানিয়েছেন, ২০২৪ সালের আগস্টে ছাত্রদের ওপর হামলার মামলায় সন্দেহভাজন হিসেবে তাদেরকে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.