কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলা দায়ের করেছেন কোটালীপাড়া থানা পুলিশের এসআই সেলিম মাহবুব, মামলা নম্বর-১১। এতে নিষিদ্ধ ঘোষিত ১৫ জন ছাত্রলীগ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং আরও অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের মাঝবাড়ি বাসস্ট্যান্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শামিম দাড়িয়া ও স্বপন তালুকদারের নেতৃত্বে আনুমানিক ৩০-৪০ জন নেতা-কর্মী সড়কে জড়ো হয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া চালিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রিফাত দাড়িয়া নামে একজনকে গ্রেফতার করেছে। কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

