গোপালগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জের সদর ও কোটালীপাড়া থানায় পৃথক দুটি সন্ত্রাস বিরোধী মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোট ৩৬৭ জনকে আসামী করা হয়েছে, এর মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ৯৬ জনের, বাকি অজ্ঞাতনামা ২৭১ জন। এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শহরের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়। এই মামলায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পুত্র শেখ নাইমকে প্রধান আসামী করা হয়েছে। মোট ৩১৮ জনকে আসামী করা হয়েছে, এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, কোটালীপাড়া থানায় দায়ের করা মামলায় ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫ জনসহ মোট ২৯ জনকে আসামী করা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এই কর্মসূচির সময় গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের গাড়ীতে ও সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরানো হয়, এছাড়া জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.