Nabadhara
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফেনী-৩: এলাকার সন্তান হিসেবে ভোট চাইলেন ডা. ফখরুদ্দিন মানিক

ফেনী প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনী-০৩ আসনের নির্বাচনী মাঠে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক।

শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় খাজা প্রাইমারি বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ভোটার সমাবেশে তিনি এলাকার সন্তান হিসেবে ভোট চেয়েছেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডা. ফখরুদ্দিন মানিক, বিশেষ অতিথি ছিলেন দাগনভূঁঞা উপজেলা জামায়াতের আমীর গাজী সালেহ উদ্দিন।

বক্তব্যে ডা. মানিক বলেন, “আমি এ এলাকার সন্তান। এখানেই জন্ম, এখানেই বড় হয়েছি। ভোট চাওয়া আমার জন্য বিব্রতকর নয়। আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে এসেছি। কোনো দলীয় পরিচয় নয়। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে শুধুমাত্র এলাকার কল্যাণে আপনার সহযোগিতা চাই। সকল ভেদাভেদ ভুলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে দাগনভূঁঞা-সোনাগাজীকে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলবো, ইনশাল্লাহ।”

স্থানীয় সিরাজ উল্লাহর সভাপতিত্বে এবং মাও আনোয়ার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রায় সাত শতাধিক নারী-পুরুষ, কিশোর ও যুবক অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর মাও সাইফুল ইসলাম, রামনগর ইউনিয়নের আমীর মাস্টার আহসান উল্লাহ, জামায়াত নেতা ওলি উল্লাহ, আবুল বাশার, সানা উল্লাহ সোহেলসহ অন্যান্য রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে অংশগ্রহণকারীরা দলে বা মতপার্থক্যে নয়, স্থানীয় উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রেক্ষাপটে উৎসাহিত হয়ে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।