শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে শীত নিবারণের চেষ্টা করতে গিয়ে এক বৃদ্ধা মর্মান্তিকভাবে দগ্ধ হয়ে মারা গেছেন। নিহতের নাম কৈকি রানী তাঁতী (৭৩)।
জানা গেছে, গত বুধবার সকালে শাহবন্দেগী ইউনিয়নের হাতিগারা গ্রামের বাসিন্দা কৈকি রানী রান্না শেষ করে চুলার অবশিষ্ট আগুনে শীত নিবারণের চেষ্টা করছিলেন। এসময় অসাবধানতাবশত আগুন তার পরনের কাপড়ে লেগে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দীর্ঘ চিকিৎসার পরও শুক্রবার সন্ধ্যায় কৈকি রানী মারা যান। তার মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানিয়েছেন, রাতেই থানা-পুলিশের মাধ্যমে লাশ বাড়িতে আনা হয়েছে। শনিবার তাঁর মরদেহের সৎকার সম্পন্ন হবে।
শেরপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.