Nabadhara
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার মান উন্নয়নে পলাশে সেমিনার অনুষ্ঠিত

শারমিন সুলতানা, পলাশ (‎নরসিংদী) প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, পলাশ (‎নরসিংদী) প্রতিনিধি

‎নরসিংদীর পলাশ উপজেলার শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক জ্ঞান, মান ও মানবিকতায় আলোকিত হোক প্রিয় পলাশ, এই প্রতিপাদ্য কে সামনে রেখে, পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে এক সেমিনার।

‎আজ শনিবার( ১৫ নভেম্বর ) সকালে পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে এবং কলেজের অধ্যক্ষ আরিফ পাঠানের সঞ্চালনায় ও সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো: আবু বক্কর সিদ্দিকী। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন শুধু অবকাঠামো দিয়ে হয় না,প্রয়োজন সুশিক্ষিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা অপরিসীম।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন নকশিস সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা। এ সময় আরো বক্তব্য রাখেন নরসিংদী নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনির হোসেন,খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরে আলম রনি, চরসিন্দুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমূখ। সেমিনারে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল,কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।