শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক জ্ঞান, মান ও মানবিকতায় আলোকিত হোক প্রিয় পলাশ, এই প্রতিপাদ্য কে সামনে রেখে, পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে এক সেমিনার।
আজ শনিবার( ১৫ নভেম্বর ) সকালে পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে এবং কলেজের অধ্যক্ষ আরিফ পাঠানের সঞ্চালনায় ও সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো: আবু বক্কর সিদ্দিকী। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন শুধু অবকাঠামো দিয়ে হয় না,প্রয়োজন সুশিক্ষিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা অপরিসীম।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন নকশিস সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা। এ সময় আরো বক্তব্য রাখেন নরসিংদী নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনির হোসেন,খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরে আলম রনি, চরসিন্দুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমূখ। সেমিনারে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল,কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.