মোঃ রুহুল আমিন রাজু মেলান্দহ( জামালপুর) প্রতিনিধি
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়ন পরিষদের জন্য শূন্যপদে গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। গত ১৫ নভেম্বর শনিবার (১৫ নভেম্বর ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত লিখিত পরিক্ষা এবং একই দিনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মৌখিক পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
নিয়োগ কমিটির তথ্যসূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে মোট ২১টি শূন্য পদের বিপরীতে ৪২জন প্রার্থীর আবেদন কমিটি কর্তৃক যাচাই - বাছাই পূর্বক গৃহীত হয়। এর মধ্যে ৩৪জন প্রার্থী লিখিত ও মৌখিক পরিক্ষায় অংশ নেয় এবং সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে ১৯জনকে নিয়োগ দানের জন্য চুড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর গুলো হচ্ছে, দুরমুঠ ইউনিয়নের ১০০২, ১০০৩। কুলিয়া ইউনিয়নের ১০০৫,১০০৮। আদ্রা ইউনিয়নে ১০১৫, ১০১৬, ১০১৭, ১০১৮, ১০২০। চরবানিপাকুরিয়া ইউনিয়নে ১০২৪, ১০২৬। ফুলকোচা ইউনিয়নে ১০২৮, ১০২৯, ১০৩১। ঘোষেরপাড়া ইউনিয়নে ১০৩৩, ১০৩৪, ১০৩৫। ঝাউগড়া ইউনিয়নে ১০৩৯। শ্যামপুর ইউনিয়নে ১০৪০ রোল নম্বরধারীসহ মোট ১৯ জনকে চুড়ান্ত ভাবে নিয়োগ দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।
উল্লেখ্য, মাহমুদপুর ইউনিয়নে কোন যোগ্য প্রার্থী না পাওয়ায় সেখান থেকে কোন প্রার্থী নির্বাচন করা হয়নি। পরবর্তীতে সেই বিষয়ে সিদ্ধান্ত নিবে উপজেলা নিয়োগ কমিটি।
এই বিষয়ে মেলান্দহ উপজেলার গ্রামপুলিশ নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এস এম আলমগীর জানান , গ্রাম পুলিশ নিয়োগ প্রক্রিয়াটি আমরা সম্পূর্ণ সরকারি বিধিমালা, নিয়মতান্ত্রিক, স্বচ্ছতা, ন্যায়সংগত মূল্যায়ন ও বিধি-বিধান অনুসরণ করে সম্পন্ন করেছি।
প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা তৈরি করে তা প্রকাশ করা হয়েছে। কোন ধরনের অনিয়ম, পক্ষপাত বা বাহ্যিক প্রভাবের সুযোগ রাখা হয়নি। যোগ্যতা ও দক্ষতাকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আশা করি নির্বাচিত প্রার্থীরা দায়িত্বশীলভাবে ইউনিয়নগুলোর আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনগণের সেবা নিশ্চিত করবেন বলে তিনি আশাবাদী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.