যশোর প্রতিনিধি
যশোর-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করে নতুন প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছে চৌগাছা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
শনিবার (১৫ নভেম্বর ) চৌগাছা উপজেলা পাইল্ট স্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজিত সমাবেশে এ দাবি জানান বিএনপি নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। অনুষ্ঠানের সভাপত্বিত করেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ হাসান।
পরে প্রধান অতিথির নেতৃত্বে প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে শহরে র্যালী বের হয় এবং জগদেশপুর ইউনিয়নের প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন।
সমাবেশ প্রধান অতিথি যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেন, আমি বিগত ১৭-১৮ বছর এ আসনের মানুষের সুখে-দুখে পাশে থেকেছি। তাদের চিকিৎসা, পারিবারিক সাহায্যে সহযোগীতা করেছি। কেউ হামলা মামলায় শিকার হলে সবার আগে ছুটে গেছি। ফলে আমি বুঝি এ জনপদের সাধারণ মানুষ কি চাই। আল্লাহ যদি সহায় হন এ জনপদের মানুষকে নিয়ে সংসদে যাবো ইনশাল্লাহ।
তিনি নির্বাচন নিয়ে বলেন, গভীর ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে, নির্বাচন যেন না হতে পারে। তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচনটাকে বন্ধ করে দিতে চায়। কারণ তাদের কাছে পরিসংখ্যান আছে- হিসাব আছে, নির্বাচন হলে গণমানুষের দল ক্ষমতায় আসবে, নির্বাচন হলেই বিএনপি আসবে।
নির্বাচন হলেই জিয়ার দল আসবে, নির্বাচন হলেই খালেদা জিয়া আসবে, নির্বাচন হলেই তারেক রহমান আসবে। তাদের এটা ভালো লাগে না। তাদের পছন্দ না এসব। তারা গুপ্ত রাজনীতি করে। দেশের বাহিরে বসে ষড়যন্ত্রমূলক রাজনীতি করছে। তারা দেশকে ব্যাপকভাবে ক্ষতি করার চেষ্টা করছে।’
সমাবেশে চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম বলেন, উপজেলা, পৌর, ইউনিয়নসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ স্বাক্ষরিত আবেদন জমা দিয়েছি। কারণ যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তার সাথে দলের নেতাকর্মী জনগণ কারো সাথে সম্পর্ক নেই।
গত ১৭ বছর বিপদে কোন খোঁজ খবর নিতেন না। মামলা হামলায় কখনো পাশে দাঁড়াননি। এমনকি আন্দোলন সংগ্রাম এগিয়ে নিতেও তার কোন ভূমিকা ছিলো না। এমন প্রার্থীর পক্ষে কর্মীদের মাঠে নামানো কঠিন। আমরা প্রার্থী পরিবর্তন চাই।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ হাসান বলেন, আমাদের কোন পছন্দের প্রার্থী নেই। দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখা এমন নেতাকেই মনোনয়ন দেয়া হোক তার পক্ষে আমরা নির্বাচন করবো। আমরা মনে করছি জামায়াতের প্রার্থীর বিপরীতে আমাদের যে প্রার্থী দেয়া হয়েছে তাকে বিজয়ী করা অসম্ভব। তার জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে আমরা নতুন প্রার্থী প্রত্যাশী করছি
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.