বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে শেখ হাসিনা ইভিএমে নির্বাচন করেছিলো। জামায়াতে ইসলামী সেই রাস্তায় হেঁটে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। তারা সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। তাই এ দেশে পিআর পদ্ধতির দোহাই চলবে না।
শনিবার (১৫ নভেম্বর) রাতে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ি এলাকার বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর সদর উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনকে সামনে রেখে ধর্মকে ব্যবহার করে ভোটারদের কাছে ভোট চাচ্ছে।
কোথাও কোথাও তারা বলছে জামায়াতে ইসলামীর প্রতীক দাড়িপাল্লা, যেটা ইনসাফের প্রতীক। তাই দাড়িপাল্লায় ভোট দিলে বিনা হিসাবে জান্নাতের টিকিট পেয়ে যাবেন। যেটা ইসলাম কখনো মেনে নেয় না। ইসলামের নামে যারা অপব্যাখ্যা দিচ্ছে তারা ইসলামের পক্ষের শক্তি না বরং তারা ইসলামের শত্রু।
সমাবেশে সদর উপজেলা বিএনপির সভাপতি মো: সফিউর রহমান শফির সভাপতিত্বে সহ সভাপতি লোকমান আহম্মেদ লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আসাদুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.