মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে মাত্রাই উচ্চ বিদ্যালয়ের মাঠে মাত্রাই বিএনপির আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট-২ (কালাই,ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত সাবেক সচিব আব্দুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আব্দুল বারী তার বক্তব্যে বলেন, গত ৩ নভেম্বরের পূর্বে আমাদের এই আসনে বিভিন্ন প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা ছিল কিন্তু এখন সেটা নেই। আমরা সবাই বিএনপি। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবাইকে একতাবদ্ধ করাই এখন আমার প্রথম কাজ এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের সবারইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন, কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মওদুদ আলম, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু, কালাই পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল আলিমসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারীকে বিজয়ী করার অঙ্গীকার করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.