শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে আরও দুইজনকে পৃথক মামলায় আটক করা হয়।
শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টা থেকে রোববার (১৬ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
মনোহরদী থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দের নির্দেশনায় এসআই মোহাম্মদ আল ইসলাম, এসআই মোস্তফা কামাল খান, এএসআই আল আমিন সিকদার ও সঙ্গীয় ফোর্স মনোহরদী থানার বিভিন্ন এলাকায় রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের এক পর্যায়ে একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুজন নারীকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১) সুলতা রানী দাস (২৫), স্বামী বরুন চন্দ্র দাস
২) শিল্পী রানী দাস (৩০), স্বামী বরুন চন্দ্র দাস
উভয়ের ঠিকানা— রসুলপুর পশ্চিম পাড়া, একদুয়ারিয়া ইউনিয়ন, মনোহরদী, নরসিংদী।
তাদের বিরুদ্ধে মনোহরদী থানার মামলা নং—১১, তারিখ ১৬/১১/২০২৫, ধারা ৩৬(১) সারণির ২৪(গ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮–এর অধীনে মামলা রুজু করা হয়েছে।
এছাড়া অভিযানে ফরিদপুর কোতয়ালী থানার সিআর নং ২৩৩১/২৪, তারিখ ০৫ নভেম্বর ২০২৪, ধারা এনআই অ্যাক্ট ১৩৮–এর আসামী মোঃ এনামুল হক আকন্দ (পিতা— সিরাজুল হক আকন্দ, সাং— কৃষ্ণপুর, মনোহরদী) গ্রেফতার করা হয়।
অন্যদিকে মনোহরদী থানার জিডি নং ৯১৫/২৫, তারিখ ১৬/১১/২০২৫, ধারা ১৫১ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মোঃ বাদল মিয়া (৩৮) (সাং— নারান্দী গুচ্ছগ্রাম, ইউপি— শুকুন্দী) গ্রেফতার করা হয়।
মোট চারজন আসামীকে গ্রেফতার করে পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ।

