Nabadhara
ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ‘যমুনা’ উপজেলা গঠনের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ ও মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে নাটুয়ারপাড়া–পানাগাড়ি সড়কে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে অংশ নেয় চরাঞ্চলের ২১টি প্রাথমিক, ১৩টি মাধ্যমিক ও দুটি উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। কর্মসূচির আয়োজন করে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’।

প্রস্তাবিত নতুন উপজেলার আওতায় আসছে নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়ন। বক্তারা জানান, যমুনা নদী দ্বারা দীর্ঘদিন বিচ্ছিন্ন এই অঞ্চলের মানুষ যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে।

যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, “চরাঞ্চলের ছয় ইউনিয়নের মানুষ বহুদিন ধরে মৌলিক সেবার ঘাটতিতে রয়েছে। মানুষের দুঃখ-দুর্ভোগ লাঘব করতেই নতুন উপজেলা গঠন জরুরি।”

নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম বলেন, “নদীর ওপারে থাকা প্রায় দুই লাখ মানুষ উন্নয়নে পিছিয়ে। আমরা জেনেছি—প্রস্তাবটি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফাইলে উঠেছে। এখন দ্রুত বাস্তবায়ন চাই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।