আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় ইয়ুথ ফর দ্য সুন্দরবন অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে রূপান্তরের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল আহমেদ। রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত পরিণতি সম্পর্কে ভিডিও স্লাইড প্রদর্শনের মাধ্যমে আলোচনা পরিচালনা করেন ট্রেইনার খালিদ লামী।
অনুষ্ঠানে আশাশুনি প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি এসকে হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সভাপতি জি এম আল ফারুক, আশাশুনি বাজার কমিটির সেক্রেটারি এবিএম আলমগীর পিন্টুসহ স্থানীয় ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক দূষণের ভয়াবহতা শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্যের জন্যও হুমকি তৈরি করছে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয়ভাবে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শেষে ৩২ জন ব্যবসায়ীকে বিনামূল্যে বিতরণের জন্য ৪ হাজার ৫০০ পিস পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.