আক্তারুজ্জামান বাচ্চু,সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি।
গত ১৫ দিনে এসব মালামাল আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেসবার্তায় জানিয়েছেন, ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুড়িয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোষ্ট এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল আটক করা হয়েছে।
তিনি জানান, চলতি নভেম্বর মাসের ০১ তারিখ হতে ১৫ নভেম্বর পর্যন্ত পৃথক পৃথক বিশেষ চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়।
এসময় এক কোটি চৌত্রিশ লাখ আটাশি হাজার তিনশ টাকা মূল্যের ভারতীয় ওষুধ, শাড়ী, কসমেটিক্স, থ্রি -পিস, কম্বল, আগরবাতি, ইমিটেশন সামগ্রীসহ বিভিন্ন মালামাল আটক করা হয়। আটককৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করা হয়েছে।
তিনি বলেন, অতন্ত্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্তে কাজ করছে। চোরাচালানসহ সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.