Nabadhara
ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাংস্কৃতিক অনুষ্ঠান মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে ঐতিহ্যবাহী বৈশাখী মেলার মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নবনির্বাচিতদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের হৃদয়ছোঁয়া পরিবেশনায় মুগ্ধ হন হাজারো দর্শক-শ্রোতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাকি এবং সঞ্চালনা করেন শাহ মোঃ মনিরুজ্জামান মনির। উদ্বোধনী বক্তব্য দেন পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব লোকমান হোসেন খান। পরে তিনি অভিষেক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ আবুল বাশার বাদশা, সহ-সভাপতি মোঃ কনক হাসান মাসুদ, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুসহ অন্যরা। অনুষ্ঠানে পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন খানের পুত্র মোঃ আরিয়ান খানও বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চে আসেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। তার একের পর এক হৃদয়ছোঁয়া গান পরিবেশনায় দর্শক-শ্রোতারা এক মুহূর্তের জন্যও মুগ্ধতা কাটিয়ে উঠতে পারেননি। স্থানীয় শিল্পীদের পরিবেশনাও দর্শকদের মন জয় করে।

এদিকে বৈশাখী মেলা মাঠে সৃষ্টি হয় উৎসবের আমেজ। শত শত দোকান বসে; নানা পণ্যের ভিড়ে সরগরম থাকে পুরো এলাকা। নারী-পুরুষ ও শিশুদের উপচে পড়া ভিড়ে জমে ওঠে মধুখালীর ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আনন্দময় রাত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।