কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও কাউনিয়া কলেজের প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে কাউনিয়া কলেজের সামনে তকিপল বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার সাহাবাজ গ্রামের মৃত আব্দুল খালেক সরকারের ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, অ্যাডভান্স ডিটেনশন সংক্রান্ত ৩০ দিনের আটকাদেশের ভিত্তিতে সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

