মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের জন্য নির্মিত ‘অভিভাবক ছাউনি’র উদ্বোধন হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত ছাউনিটির উদ্বোধন করেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
এসময় উপস্থিত ছিলেন—বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, ইউনিয়ন পরিষদের সদস্য তোয়াবুর রহমান তবারক, মহিলা সদস্য রেফা বেগম, সমাজসেবক আফরোজ খান, তালুকদার আমিনুর রহমান, আবু বক্কর বাক্কা প্রমুখ।
উদ্বোধন শেষে চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, “মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন অনেক অভিভাবক শিক্ষার্থীদের সঙ্গে বিদ্যালয়ে আসেন, তবে দীর্ঘদিন তাদের বসার জন্য উপযুক্ত জায়গা ছিল না। অভিভাবকদের সুবিধার কথা চিন্তা করে ২০২৪–২৫ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের অর্থায়নে এই ছাউনিটি নির্মাণ করা হয়েছে। এখন অভিভাবকেরা ছায়ায় বসে অপেক্ষা করতে পারবেন।”
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা ছাউনি স্থাপনে সন্তোষ প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.