Nabadhara
ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউএনও’র আর্থিক সহায়তা ও শীতবস্ত্র প্রদান

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া মণ্ডল বাড়িতে অপ্রত্যাশিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে আর্থিক সহায়তা ও শীতবস্ত্র প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। রোববার (১৬ নভেম্বর ২৫) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

এসময় ইউএনও রাসেল ইকবাল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ২০ হাজার টাকা এবং ১২টি শীতবস্ত্র তুলে দেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

ইউএনও রাসেল ইকবাল বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সহায়তা ও শীতবস্ত্র দেওয়া হলো। খুব দ্রুত সময়ে ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হবে।”

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাগর হোসেন সৈকত।

এর আগে সকালে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারটি টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব পাওয়া গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।