বেনাপোল(যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের একটি কবরস্থান থেকে ৬টি ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে গোগা বাগানপাড়া কবরস্থান থেকে এসব বিস্ফোরকধর্মী বস্তু উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক কবর জিয়ারত করতে গিয়ে কবরের ভেতরে রাখা দুটি প্লাস্টিকের বালতি দেখতে পান। বালতিগুলোর ভেতর লাল কসটেপে মোড়ানো সন্দেহজনক প্যাকেট থাকায় তিনি তাৎক্ষণিকভাবে শার্শা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে এসআই জাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালতিগুলো খুলে ভেতর থেকে ৬টি ককটেল সদৃশ বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সেগুলো নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, উদ্ধার করা বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। কারা, কী উদ্দেশ্যে এসব কবরস্থানে লুকিয়ে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
পুলিশের ধারণা, কোনো দুষ্কৃতকারী চক্র নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো সেখানে রেখে যেতে পারে। তবে আনুষ্ঠানিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা কবরস্থান এলাকায় বাড়তি নিরাপত্তা ও নিয়মিত টহলের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.