বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জ থেকে প্রকাশিত মাসিক পত্রিকা ‘বাবুগঞ্জ বার্তা’-এর যুগপূর্তি অনুষ্ঠান রবিবার (১৬ নভেম্বর) বিকাল তিনটায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব হলরুমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবুগঞ্জ বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. শাহাব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: জহিরুল আলম, এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজিত, খানপুরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ. জ. ম. শামসুল আলম, এবং বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ইউএনও ফারুক আহমেদ তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের লেখনী দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। অর্থ সংকট সত্ত্বেও পত্রিকাটি প্রকাশে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।”
পরে বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের মধ্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৬ জন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হলেন:
মোঃ শাহজাহান খান, প্রতিনিধি, দৈনিক যুগান্তর
আরিফ হোসেন, প্রতিনিধি, দৈনিক আমার দেশ
সাইফুল রহিম, সংবাদদাতা, দৈনিক ইত্তেফাক
আরিফ হোসেন, প্রতিনিধি, দৈনিক যায়যায়দিন
আব্দুল্লাহ মামুন, প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ
শাহাব উদ্দিন, প্রতিনিধি, ডেইলি অবজারভার
উৎসবটি বাবুগঞ্জের বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.