Nabadhara
ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে গ্রাম আদালত সচেতনতা ভিডিও প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

খালিয়াজুরী(নেত্রকোনা)প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুরী(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরীতে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় সম্প্রতি একটি সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর ২৫ বিকাল ৫টায় খালিয়াজুরী উপজেলা চাকুয়া ইউনিয়নের শালদীঘা বড় হাটিবাজারে ভিডিও প্রদর্শনী আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক, মসজিদের ঈমাম, গীর্জার পুরোহিত, দরিদ্র ও প্রান্তিক জনগণ, বিশেষ করে নারী, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা।

খালিয়াজুরী উপজেলা প্রশাসনের আয়োজনে সভার সভাপতিত্ব করেন ২নং চাকুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ফজলু মিয়া। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়ক মোঃ আরিফ হোসেন। বক্তব্য রাখেন ইউপি সদস্য জয় কৃষ্ণ এবং খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।

সভায় নিম্নলিখিত বিষয়গুলো তুলে ধরা হয়:

গ্রাম আদালতের পরিচিতি: এর গঠন, এখতিয়ার এবং কোন ধরনের মামলা বিচার করা যায় তা বোঝানো।

মামলা দায়েরের পদ্ধতি: কোথায়, কীভাবে অভিযোগ দায়ের করতে হয়, প্রয়োজনীয় কাগজপত্র ও খরচ, সাক্ষ্য গ্রহণ, শুনানির নিয়মাবলী ও রায় প্রদানের পদ্ধতি ব্যাখ্যা।

উভয়পক্ষের সুবিধা: দ্রুত ও স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয়।

আইনি সহায়তা: প্রয়োজনে সরকারি আইনি সহায়তার সুযোগ সম্পর্কে সচেতনতা।

রায় কার্যকর: গ্রাম আদালতের সিদ্ধান্ত কীভাবে কার্যকর করা হয়।

সংশ্লিষ্ট আইন ও বিধি: গ্রাম আদালত আইন, ২০০৬ এবং এর বিধিমালা সম্পর্কে প্রাথমিক ধারণা।

পরিশেষে, গ্রাম আদালত বিষয়ক একটি নাটকের ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিও প্রদর্শনের পরে ১৫টি কুইজ প্রশ্ন উপস্থিত জনগণের মধ্যে করা হয় এবং ১০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণকে গ্রাম আদালতের গুরুত্ব, প্রক্রিয়া ও সুবিধা সম্পর্কে সচেতন করে তোলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।