নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি।
আজ মঙ্গলবার দুপুরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এসময় সমবায় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ রিয়াজুল ইসলাম, উপ নিবন্ধক (প্রশাসন) মোছাঃ নুরে জান্নাত,গোপালগঞ্জের জেলা সমবায় অফিসার শেখ মোঃ নজরুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপস্থিত ছিলেন।