নওগাঁ প্রতিনিধি
পদোন্নতির দাবিতে নওগাঁর সরকারি কলেজগুলোর শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। হঠাৎ করে শিক্ষকদের এই কর্মবিরতি পালনে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।
রোববার (১৬ নভেম্বর ) বেলা ১১টার দিকে নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ, নওগাঁ বিএমসি মহিলা কলেজসহ জেলার অন্যান্য কলেজ চত্ত্বরে পদন্নোতির দাবিতে মানববন্ধন করেন ৩২ তম থেকে ৩৭ তম বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, শিক্ষকরা আমাদের দাবি ৩২ তম থেকে ৩৭ তম বিসিএস শিক্ষা ক্যাডাররা পদন্নোতি বঞ্চিত হয়ে মনোকষ্টে ভুগছেন। ৫ বছর পর আমাদের পদোন্নতি দেওয়ার নিয়ম থাকলেও আমাদের তা দেওয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দ্রুত মামলা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ২০০০ বিধির কলেজ সমুহের জাতীয়করণের তারিখ হতে ক্যাডারভুক্তির নিয়মিতকরণের অবৈধ প্রজ্ঞাপনসমূহ ৫৪+০৩ (৫৭টি) বাতিল করতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দ্রুত প্রভাষকগণের পদোন্নতির সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। তাছাড়া আমাদের এই No Promotion No Work কর্মসূচি চলবে।
শিক্ষকরা আরও বলেন, আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীদের ক্ষতি হোক আমরা এটা চাই না। আমরা ক্লাসে ফিরে যেতে চাই। দ্রুত আমাদের বিষয়ে জিও জারী করে আমাদের ক্লাসে ফিরে যেতে দিন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.