শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সোমবার (৩০) আগষ্ট বিকালে প্রাক্তন ছাত্রলীগ নলদী ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা শেখ মোঃ নূর জামান, নলদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ পাখি, সাধারন সম্পাদক নুর জালাল বিশ্বাস, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক আহবায়ক শরিফুল ইসলাম সাবু, আয়োজক কমিটির আহবায়ক ইমদাদ মোল্যা প্রমুখ।