নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
অগ্নি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে রোববার (১৬ নভেম্বর )
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
সভায় অংশগ্রহণকারীরা সাম্প্রতিক সময়ে শহরের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসে সংঘটিত অগ্নিসংযোগসহ নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সমসাময়িক বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।
জাহিদুল হাসান বলেন, অগ্নিসংযোগ প্রদানকারীরা দেশ ও জাতির শত্রু। আমাদের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা রক্ষা করা এবং অগ্নি সন্ত্রাস প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পুলিশ সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাশকতা প্রতিরোধে সজাগ রয়েছে।
বাস মালিক সমিতির সদস্যরা বলেন, আমরা আমাদের যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশসহ সকল সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে একসঙ্গে কাজ করব। অগ্নিসংযোগ বা যে কোনো সন্ত্রাসী কার্যক্রমে কোন অবস্থাতেই স্থান নেই। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো নিরাপদ ও নিয়মিত বাস চলাচল নিশ্চিত করা এবং যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে রাখা।
সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সম্মানিত সদস্যবৃন্দ। উভয় পক্ষই সহযোগিতার মাধ্যমে শহরের যাত্রীবাহী বাস চলাচলকে নিরাপদ রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.