রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
তেরখাদার স্থবির উন্নয়নযাত্রাকে নতুন করে গতি দিতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল।
রোববার (১৬ নভেম্বর ) তেরখাদা সরকারি ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে “একটি বাড়ি, একটি গাছ—সবুজায়নের অঙ্গীকার” স্লোগানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় অনুষ্ঠানে হেলাল অভিযোগ করেন, তেরখাদায় শিক্ষার মানোন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং কর্মসংস্থান—কোনো ক্ষেত্রেই প্রত্যাশিত অগ্রগতি নেই। তিনি বলেন, “এই উপজেলাকে বাঁচাতে হলে জনগণের সরকার দরকার। বিএনপি সুযোগ পেলে তেরখাদাকে মডেল উপজেলায় পরিণত করবে।”
সবুজায়ন প্রসঙ্গে তিনি বলেন, গাছ মানুষের জীবনরেখা। প্রতিটি বাড়িতে একটি গাছ রোপণ ও পরিচর্যার মধ্য দিয়ে টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
এর আগে তিনি তেরখাদা বাজারে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু ও খায়রুল মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ. এম. হাবিবুর রহমান, বিএনপি নেতা মোল্লা মাহাবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্লা হুমায়ূন কবির, বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, আজিজুর রহমান আজিবর, আবুল হোসেন বাবু মোল্লা, আবুল কালাম লস্কর, এস. কে. নাসির আহমেদ, ইউসুফ শেখ, জাহিদুল ইসলাম, খান গিয়াস উদ্দিন, জামাল বিশ্বাস, ফেরদৌস মোল্লা ও মোবাশ্বের আলম।
এ ছাড়া যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভূট্টো, স্বেচ্ছাসেবক দলের সোহাগ মুন্সী, শামীম আহমেদ রমিজ, কৃষক দলের রাজু চৌধুরী ও সাবু মোল্লা এবং ছাত্রদলের সাব্বির আহমেদ টগর, চৌধুরী আসাবুর রহমান, রাজু শেখ, আমিনুল ইসলাম আমিন, মেহেদী চৌধুরী, লিমনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.