খুলনা প্রতিনিধি
খুলনায় আবারও প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্ত্রীর সামনেই সালাউদ্দিন মৃধা (৩৫) নামের এক যুবককে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ নভেম্বর ) সন্ধ্যায় সোনাডাঙ্গা করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন একই এলাকার মনা মুন্সির ছেলে।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন হাওলাদার জানান, নিহত সালাউদ্দিন করিমনগর এলাকার ইলোরা বেগমের বাড়ির ভাড়াটে হিসেবে বসবাস করতেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি স্ত্রীকে নিয়ে বাড়ির বারান্দার সিঁড়িতে বসে কথা বলছিলেন। ঠিক সেই সময় ৬-৭ জন দুর্বৃত্ত বাড়িটিতে প্রবেশ করে সালাউদ্দিনের সঙ্গে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎ তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়া হয়। এর মধ্যে দুটি গুলি তাঁর বুকে ও পেটে লাগে। পরে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তাঁর গলায় আঘাত করে দ্রুত সটকে পড়ে।
ঘটনাস্থলেই সালাউদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। সিআইডিকে জানানো হয়েছে—তারা এসে সুরতহাল ও আলামত সংগ্রহ করবে। তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
এসআই সুমন হাওলাদার আরও জানান, সালাউদ্দিন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন কারাগারে ছিলেন। মাত্র ১০ দিন আগে তিনি কারাগার থেকে বেরিয়ে দিনমজুরের কাজ শুরু করেছিলেন। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয়। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
স্থানীয়দের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.