রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ—গুরুত্বপূর্ণ তিন পদেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাশিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রানা ও রকিবুল ইসলাম মতি।
রোববার (১৬ নভেম্বর ) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করে।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন এসএ টিভির খুলনা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম মতি।
এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খুলনা জেলা প্রতিনিধি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী এবং দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত।
৭টি পদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় পুরো কমিটিই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এমইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইউনিয়নের সিনিয়র সদস্য ও ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর খুলনা ব্যুরো প্রধান জিএম রফিকুল ইসলাম। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান ও ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এইচএম আলাউদ্দিন এবং দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন।
নবনির্বাচিতরা জানিয়েছেন, চলমান ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি বাস্তবায়ন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে তারা আরও বলিষ্ঠ ভূমিকা রাখবেন। একই সঙ্গে বিএফইউজে ঘোষিত ৩৯ দফা আন্দোলনকে বেগবান করারও প্রতিশ্রুতি দেন তারা।
গঠনতন্ত্র অনুযায়ী আগামী তিন দিনের মধ্যে বর্তমান সভাপতি মো. আনিসুজ্জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়–এর নেতৃত্বে বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.