জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী ) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে প্রকাশ্য দিবালোকে প্রবাসী আবু ইউসুফের ধান লুটের মামলার প্রধান আসামি মো. মহসিনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সে চরগণেশ গ্রামের বাচ্ছু বাবুর্চির ছেলে।
এ ঘটনায় প্রবাসী আবু ইউসুফের ছেলে আবু তালেব জনি তিন জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার অপর দুইজন আসামি হলো বাচ্ছু বাবুর্চি ও পৌর এলাকার ৪নং ওয়ার্ডের ছাড়াইতকান্দি গ্রামের মাইন উদ্দিন।
পুলিশ জানায়, চরচান্দিয়া মৌজার ৪০৬ নং খতিয়ানের ১০৭৪৯ দাগে ৮৮শতক জমি খরিদ সূত্রে মালিক সৌদি প্রবাসী আবু ইউসুফ। প্রতিপক্ষের লোকজন সেই জমি জবরদখলের উদ্দেশ্যে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে গত ৯ নভেম্বর পাকা ধান লুট করে নিয়ে যায়। অবশিষ্ট ধান পায়ে মাডিয়ে নষ্ট করে দেয়। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.