Nabadhara
ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে আরিফ হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় আলোচিত আরিফ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার প্রাগপুর ও ফিলিপনগর ইউনিয়নের নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ফজলুল হকের দুই ছেলে টোকেন (৩৭) ও বিল্লাল হোসেন বিলা (৪৩) এবং ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী সরদারপাড়া গ্রামের ইন্নাত আলীর ছেলে জাহিদুল (৪০)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ মে সন্ধ্যায় আরিফ হোসেনকে (৩০) বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। পরদিন ২৯ মে সকালে ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের পাশে ফাঁকা মাঠে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর আরিফের মৃত্যু সড়ক দুর্ঘটনা বলে প্রচার করা হলেও পরিবার সূত্রে হত্যার অভিযোগ ওঠে। নিহতের মা হাসিনা খাতুন পরে তিনজনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ এ তিনজনকে গ্রেপ্তার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “আরিফ হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।