জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ব্রীজ সংলগ্ন বেতনা নদী খননের মাটি অবৈধ ভাবে নেওয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।
কুল্যা ব্রিজের পাশে বেতনা নদীর খননকৃত মাটি স্তুপ আকারে রাখা হয়েছে। মাটি ট্রাকে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।
এমন গোপন সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনা স্থলে রওয়ানা হন। সেখানে পৌছানোর খবর জানতে পেরে দোষীরা পালিয়ে যায়। তবে স্থানীয়দের কাছে জানতে পারেন রাজু নামের এক ব্যক্তি মাটি নিয়ে যাচ্ছে। রাজুর সাথে মোবাইল ফোনে কথা হলে তার কাগজপত্র আছে বলে জানায়। মঙ্গলবার সকালে কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার জন্য বলা হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।
তিনি আরো বলেন, উপজেলার মধ্যে নদী খননকৃত মাটিতে কেউ যদি হাত দেওয়ার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মোবাইল কোর্ট পরিচালনা কালে এএসআই নাজির সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.