কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে পৌর বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত পথসভা ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
সঞ্চালনায় ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ মৃধা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ইনজামুল হক জাকির প্রমুখ।
পথসভা শেষে খোদেজা শপিং কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য নির্বাচনী মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক, যুবদল, শ্রমিক দল, মহিলা দল ও জাসাসসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

