সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
মহানবী হযরত মুহাম্মদ সাঃ ও হযরত আয়েশা রাঃ কে নিয়ে কটুক্তিকারী বাগেরহাট সরকারি পিসি কলেজের অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের ছাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়।
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা থেকে তাকে আটক করেছে র্যাব সদস্যরা।
গত ১৫ নভেম্বর বাগেরহাট সরকারি পিসি কলেজের অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের ছাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা:)সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ujjal mukhapaddhy নামক আইডি থেকে কটুক্তিমূলক মন্তব্য পোস্ট করে।
পরবর্তীতে বিষয়টিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রভাব পড়ে।ধর্মপ্রাণ মুসলমানেরা তাকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানান।
এর জের ধরে ১৬ নভেম্বর গভীর রাতে স্থানীয় লোকজন হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি করা উজ্জল মুখোপাধ্যায়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
পরবর্তীতে প্রতিবেশীদের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত উজ্জ্বল আত্মগোপনে থাকলেও র্যাব এর একটি অভিযানিক দল তথ্য প্রযুক্তির মাধ্যমে ১৭ নভেম্বর রাত দুইটার দিকে ঢাকা থেকে তাকে আটক করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল আলম জানান অভিযুক্ত উজ্জ্বলকে বিকেলে ঢাকা থেকে আনার পর আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
উজ্বল কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ছোট আন্ধার মানিক এলাকার বিষ্ণুপদ মুখোপাধ্যায়ের ছেলে ও সরকারি পি সি কলেজের অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের ছাত্র। বর্তমানে ujjal mukhapaddhy নামক ফেসবুক আইডিটি নিষ্ক্রিয় রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.