সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর-চৌহালী) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার আর নেই। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরি গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯২ বছর।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নুরুল ইসলাম তালুকদার দুইবার কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরবর্তী সময়ে ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। উন্নয়নমুখী রাজনীতি, সততা ও মানবিকতার জন্য তিনি এলাকায় ব্যাপকভাবে পরিচিত ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
বাচ্চু মিয়া আরও বলেন, “নুরুল ইসলাম তালুকদার ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, সৎ, কর্মঠ ও মানবিক নেতা। শাহজাদপুর ও চৌহালী অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণে তার অবদান যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।”
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
তার জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.