Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ক্যান্সার আক্রান্ত পারভিন আক্তারকে প্রবাসীর আর্থিক সহায়তা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৫ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর গ্রামের ক্যান্সার আক্রান্ত পারভিন আক্তারের পাশে দাঁড়িয়েছেন এক প্রবাসী। মরিশাসপ্রবাসী সাজু মিয়া মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে ব্যক্তিগত উদ্যোগে পারভিন আক্তারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সাজু মিয়ার পক্ষ থেকে এ অনুদান তুলে দেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, বাট্টাজোড় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন সবুজ।

এ সময় উপস্থিত ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গোলাপ জামাল, নারী ইউপি সদস্য লাবনী আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

পারভিন আক্তারের পরিবার জানান, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসার ব্যয়ভার বহনে কঠিন সংকটে ছিলেন। এ বিষয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পরই প্রবাসী সাজু মিয়া মানবিক সহায়তার হাত বাড়ান।

স্থানীয়দের মতে, অসুস্থ মানুষের পাশে এভাবে দাঁড়ানো সমাজে মানবিকতার অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল বলেন, “সমাজের সামর্থ্যবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে অনেক অসহায় মানুষ নতুন জীবনের স্বপ্ন দেখতে পারবে।”

পারভিন আক্তারের পরিবার প্রবাসী সাজু মিয়া এবং সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তার সুস্থতার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।