ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রানীনগরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫-এ জয়লাভের পর মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ফুটবল টিমের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে কলেজের শিক্ষক, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
জানা যায়, আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ প্রতিপক্ষ সায়েম উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। অভিযোগ উঠেছে, খেলা শেষে ফেরার পথে পরাজিত দলের শিক্ষক ও খেলোয়াড়সহ তাদের সহায়ক একটি দল বিজয়ী দলের খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় তানভির, তোহা, নিরব, রায়হান, ইলিয়াস, জয়সহ একাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার প্রতিবাদে সকাল ১১টায় সাজু মৃধা, রিফাত, রাহুল, জিহাদ ও সাজুর নেতৃত্বে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে এসে সমবেত হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত বক্তারা নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে এবং আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছি। খেলাধুলা সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক। এমন ঘটনা খেলার চেতনাকে আঘাত করে। ইতোমধ্যে উভয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত একটি শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.