Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরের দিওড় ইউনিয়নে নবান্নের উৎসবে শাড়িকে কেন্দ্র করে স্বামীর মৃত্যু

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কুঁচিয়া মোড় গ্রামে নবান্ন উৎসবের দিনে শাড়ি না পাওয়ায় দাম্পত্য কলহের জেরে স্বামীর মৃত্যুর ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৭ নভেম্বর ) নবান্ন উৎসব উপলক্ষে স্ত্রী রেহেনা বেগম (৫০) স্বামী হাফিজুল ইসলাম (৫৫)-এর কাছে শাড়ি নেয়ার আবদার জানান। এ নিয়ে সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

অভিযোগ রয়েছে—এই সময় স্ত্রী বসার পিঁড়া দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরবর্তীতে এলাকাবাসী হাফিজুল ইসলামকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাফিজুল ইসলাম মৃত আব্দুস সামাদের তৃতীয় সন্তান। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি এক মেয়েকে মানুষ করে বিয়ে দেন। প্রায় চার মাস আগে তিনি নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের সিন্না গ্রামের মৃত মনছের আলীর মেয়ে রেহেনা বেগমকে (যার এটি তৃতীয় বিয়ে) বিয়ে করেন।

স্থানীয়দের দাবি, বিয়ের শর্ত হিসেবে হাফিজুল ইসলামের বসতভিটার ২ শতক জমি নিজের নামে লিখে নেয়ার বিষয়টি নিয়ে রেহেনা বেগমের সঙ্গে প্রায়ই কলহ হতো। শাড়ির বিষয়টি নিয়ে ঝগড়া থেকেই এ ঘটনা ঘটে বলে তাদের ধারণা।

ঘটনার পর এলাকাবাসী রেহেনাকে ঘিরে রাখেন যাতে পালাতে না পারে। পরে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, “ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে আটক করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।