শামীম শেখ, গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পরান সরদার নামে এক অসহায় কৃষকের দুই বিঘা ফসলি জমিতে চাষ দিয়ে দখলের পায়তারা করছে স্হানীয় প্রভাবশালী নুর আলম।
উপজেলার উজানচর ইউনিয়নের চর কর্ণেশন আঙ্কের শেখের পাড়া এলাকায় দূর্গম চরে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক পরান সরদার বাদী হয়ে নুর আলমের বিরুদ্ধে ১৬ নভেম্বর গোয়ালন্দ ঘাট থানা এবং ১৭ নভেম্বর রাজবাড়ীর আদালতে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত নুর আলম স্হানীয় নইমুদ্দিন খা পাড়ার মৃত মমিন খানের ছেলে। তার ভাই সাবেক ইউপি সদস্য আঃ গাফফার খান স্হানীয় বিএনপি নেতা।
আলাপকালে অসহায় কৃষক পরান সরদার জানান, চর জাগার পর বিগত ২০ বছর ধরে আমি বাপ- দাদার নামের ওই জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি।কিছুদিন আগে ওই জমি থেকে ধান কেটে সেখানে সরিষা রোপন করেছিলাম। সরিষা গাছগুলো বড় হয়ে উঠেছিল।
গত শুক্রবার (১৪ নভেম্বর) এলাকার কয়েকজন ফোন করে আমাকে জানায়, নুর আলম তোমার সরিষার ক্ষেতে ট্রাক্টর দিয়ে চাষ দিচ্ছে। আমি সেখানে পৌছানোর আগেই চাষা দেয়া শেষ করে নুর আলম সেখান থেকে চলে যায়। ফসলের জমিতে এভাবে চাষ দেয়ায় তার প্রায় এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
স্হানীয় গ্রাম পুলিশ তোফাজ্জল হোসেন জানান, দীর্ঘদিন ধরে দেখছি ওই জমিতে পরান সরদার চাষাবাদ করে আসছেন। ফসল নষ্ট করে কে চাষ দিয়েছে সে বিষয়ে কিছু জানি না।
অভিযুক্ত নুর আলম দাবি করে বলেন, আমি কারো ফসল নষ্ট করে জমিতে চাষ দেই নাই। ওই জমিটা আমার। চর জাগার পর থেকে আমার দখলের ছিল। বিষয়টি নিয়ে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মন্ডলের কাছে গিয়েছিলাম। তিনি আমার কাগজপত্র দেখতে চেয়েছেন। আমি তার কাছ থেকে সময় নিয়েছি। কাগজ পত্রে যদি আমি জমি পাই তাহলে জমি নেব। না পাইলে নেব না, সেখান থেকে চলে আসব।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল্লাহ আল মামুন জানান, কৃষক পরান সরদারের লিখিত অভিযোগটি তদন্তের জন্য এসআই আব্বাসকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

