মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে জমে উঠেছে নির্বাচনি উত্তাপ। বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর পছন্দের প্রার্থীকে মাঠে পাওয়ায় তাঁরা ছুটছেন ঘরে ঘরে, চায়ের স্টল থেকে মহল্লা—সবখানেই বইতে শুরু করেছে নির্বাচনের আমেজ।
গত সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে দিনাজপুর-৪ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া।
মনোনয়ন পাওয়ার পরই তিনি দুই উপজেলায় ব্যাপক প্রচার শুরু করেছেন। পথসভা, উঠান বৈঠক থেকে শুরু করে সাধারণ মানুষের খোঁজখবর—সবকিছুর মধ্য দিয়ে নিজের উপস্থিতি টের দিচ্ছেন ভোটারদের।
প্রচারণার এক পর্যায়ে আখতারুজ্জামান মিয়া বলেন, “খানসামা ও চিরিরবন্দরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
নেতাকর্মীরাও প্রার্থীর সঙ্গে থেকেছেন মাঠে–ময়দানে। পোস্টার–ব্যানার, প্রচারসামগ্রী আর স্লোগানে মুখরিত হয়ে উঠছে দুই উপজেলার বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকা। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে নির্বাচনী উচ্ছ্বাস।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.