শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে ও পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে নরসিংদীতে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কোর্সের ১১তম ব্যাচ।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) নরসিংদী পুলিশ লাইন্সের নতুন ভবনের হলরুমে এই ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রশিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণ কোর্সে জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের বিভিন্ন পদমর্যাদার মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।
পুলিশ সুপার উদ্বোধনী বক্তব্যে বলেন, নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কার্যক্রম। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজন দক্ষতা, ধৈর্য, পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং পেশাদার মনোভাব। এ প্রশিক্ষণ সেই সক্ষমতা আরও বৃদ্ধি করবে।
প্রশিক্ষণ কোর্সে নির্বাচনী আইন, শৃঙ্খলা রক্ষা কৌশল, সংঘাত ব্যবস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ, মানবাধিকার, আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণসহ মাঠপর্যায়ের বাস্তব অনুশীলন করানো হবে বলে জানানো হয়েছে।
অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ মাঠের কাজকে আরও আত্মবিশ্বাসী, নিরাপদ ও দক্ষ করে তোলে।

