সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান ডিগ্রী কলেজের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার সময় দুষ্কৃতিকারীদের দেওয়া আগুনে ব্যাংকে থাকা প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র পুড়ে যাওয়া দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, আগুনের শব্দে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নেভাতে সক্ষম হোন।এসময় আতংক ছড়িয়ে পড়ে।
মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা বলেন, দুষ্কৃতিকারীরা গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখায় আগুন দিয়েছে এমন সংবাদের ভির্তিতে আমরা আসার পূর্বেই এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ব্যবস্থাপক সোহানা সুলতানা বলেন, রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা জানালা দিয়ে প্রেট্রল ঢেলে গ্রামীণ ব্যাংক অফিসে অগুন দেয়। এতে অফিসে থাকা কিছু কাগজপত্র ও আসববাবপত্র পুড়ে যায়। বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পারবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে।
গ্রামীণ ব্যাংকের মাগুরার এরিয়া ব্যবস্থাপক মিহির কুমার সরকার বলেন, ‘ব্যাংকের ভেতরে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে ভিতরের কিছু আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আপাতত থানায় সাধারণ ডায়েরি করতে পরামর্শ দিয়েছে।’আমরা মহম্মদপুর থানায় সাধারণ ডায়রি করেছি।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকে আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতেই আগুন নিয়ন্ত্রণে আসে।বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.