Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আ.স.ম জামশেদ খোন্দকার।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে তিনি খুলনায় যোগদান করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৯তম ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা।

দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পরিচিতি পেয়েছেন।

নতুন জেলা প্রশাসক আ.স.ম জামশেদ খোন্দকারের নিজ জেলা কুমিল্লা। খুলনায় যোগদানের পর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন-শৃঙ্খলা, সেবা প্রদান এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করবেন।

তার যোগদানে খুলনার প্রশাসনে নতুন গতি ও কর্মউদ্দীপনা তৈরি হবে বলেও স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।