স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে লোহাগড়ায় বিকেন্দ্রকৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন,লোহাগড়া সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রিয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ১২টি ইউনিয়নের চেয়ারম্যান,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,নড়াইল সদর উপজেলা সমন্বয়কারী মোঃ ওমর ফারুক,লোহাগড়া উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা,গ্রাম আদালত কার্যক্রমের কর্মকর্তারাসহ প্রমুখ। প্রশিক্ষণে গ্রাম আদালত কে শক্তিশালী করণের লক্ষ্যে সরকারি সিদ্ধান্তের ওপর গুরুত্বারোপ করেন আলোচকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.