মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে অগ্রহায়ন মাসের প্রথম সপ্তাহে নবান্ন উৎসব উপলক্ষে এক দিনের মাছের মেলা অনুষ্ঠিত হয়। মেলাকে ঘিরে উপজেলায় উৎসব আর আনন্দের আমেজ দেখা দেয়।
আজ মঙ্গলবার(১৮ই নভেম্বর)ভোরবেলা থেকেই কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে বসা রকমারি দোকানলোতে চলে মাছ বেচাকেনার ধুম। মাছের মেলাটিকে ঘিরে এ দিনে নিকটবর্তী জেলা ও উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তাই এলাকার ধনী,গরীব সব শ্রেণীর পেশার মানুষএ দিন সাধওসাধ্য অনুযায়ী পছন্দের মাছ কিনে বাড়ি ফিরে।
জানা গেছে, প্রতি বছরের মত এবারেও নবান্ন উপলক্ষে মেলায় বিভিন্ন এলাকা থেকে মহিলা,পুরুষ ও শিশুরাসহ মাছ কিনতে ও দেখতে আসে। রুই, সিলভার, কাতলা, মৃগেল, ব্রিগেট, বাগার, বোয়াল, চিতলসহ রকমারি প্রজাতির মাছ দিয়ে পসরা সাজায় ব্যবসায়ীরা। মেলায় ওঠা বড় মাছগুলোর ওজন ছিল প্রায় ৩০থেকে ৩৫ কেজি। মাছের প্রকারভেদে মাঝারি আকারের মাছ ৩৮০ থেকে ৫০০ টাকা এবং বড় মাছ ৬০০ থেকে ১২০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে।
মেলায় মাছ কিনতে আসা কালাই পৌরসভার বাসিন্দা আঃ মজিদ ,বলেন ,নবান্ন উৎসবকে কেন্দ্র করে গতবারের চেয়ে এবার মাছের মেলায় প্রচুর আমদানি হয়েছে তবে দাম অনেকটা বেশী।
উপজেলার স্বনামধন্য মাছ ব্যবসায়ী নাজির হোসেন বলেন ৬০০ টাকা কেজি দরে ৬ কেজি কাতল মাছ বিক্রি করেছি এ উপজেলার জিন্দাপুর গ্রামের আলাউদ্দীন নামের এক ক্রেতার কাছে বিক্রি করেন। তিনি আরও বলেন মাছের মেলায় প্রচুর লোক সমাগম হলেও বেচা কেনা সে তুলনায় কম। তারপরও বেশি লাভেরই প্রত্যাশা করছেন তারা।
কালাই হাট ইজারাদার আব্দুল আলিম সরকার বলেন, শুধু জয়পুরহাট নয় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ব্যাপারীরা এ মেলায় মাছ এনে বিক্রি করেন। এবার মাছের বাজার স্বাভাবিক আছে এতে করে সবাই মাছ কিনতে পারবে।
কালাই উপজেলা মৎস কর্মকর্তা তৌহিদা মোহতামিম বলেন, মেলায় ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ ওঠেছে। বড় বড় মাছ দেখে এ এলাকার চাষীদের আগ্রহ বাড়ছে। আজকের এই মেলায় কমপক্ষে ১ থেকে সোয়া কোটি টাকার মাছ ক্রয়-বিক্রয় হবে। মৎস বিভাগ চাষীদের সবসময় মাছ চাষে পরামর্শ দিয়ে আসছে। আগামীতে এই মেলার পরিধি আরো বাড়বে বলে আমি আশাবাদী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.