Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

১০ হাজার টাকা দাবিতে ছেলের বেধড়ক মারধরে ঝিনাইদহে মা নিহত

ঝিনাইদহ প্রতিনিধি 
নভেম্বর ১৮, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি 

ঝিনাইদহে নেশাগ্রস্ত ছেলের নির্মম মারধরে বিলকিস খাতুন (৪৫) নামে এক মা নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ছেলে সাকিব ওরফে লাদেনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত বিলকিস সদর উপজেলার চুটলিয়া গ্রামের রাজমিস্ত্রী রেজাউলের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (১০ নভেম্বর) দুপুরে লাদেন (২০) তার মায়ের কাছে ১০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে লাদেন হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মাকে গুরুতর জখম করে। পরে ওড়না পেঁচিয়ে গলা চেপে ধরে তাকে বাথরুমে ফেলে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রতিবেশীরা বিলকিসকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘাতক লাদেনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি জেলা জুড়ে গভীর শোকের সৃষ্টি করেছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।