হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ৬৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন হয়েছে। গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে অনুমোদিত এ কমিটিতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হয়েছেন।
নবগঠিত কমিটিতে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন সভাপতি, গড়বিশুদিয়া ডিএইচডি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. শামছুল আলম সাধারণ সম্পাদক এবং হোসেনপুর বিএম কলেজের প্রভাষক মো. নজরুল ইসলাম মৃধা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
কমিটি অনুমোদন করেন জেলা সভাপতি মাজহারুল আলম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ।
শিক্ষকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

